বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর সেজেছে বর্ণিল সাজে। বিনোদনপ্রেমীদের জন্য প্রতিবারের মতো এবারও শহরের ফারুকি পার্কে বসেছে দিনব্যাপী লোকজ মেলা। আর তাই মেলা প্রাঙ্গণ এখন বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে। ঈদের নামাজের পর থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মেলায়।দিনব্যাপী ঈদমেলায় নাগরদোলা, পুতুল নাচ, হাওয়াই মিঠাই, মাটির বাহারী লোকজ খেলনা সামগ্রী, খাবারের দোকান, আর বাঁশির আওয়াজে আনন্দে মেতে ওঠেছে বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ।মেলায় আগত কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশরাফ উদ্দিন ইমন জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে বিনোদনের তেমন কোনো জায়গা নেই। তাছাড়া সবসময় দূরে কোথাও ঘুরতেও যাওয়া হয় না। তাই ঈদ মেলায় এসে অনেক ভালো লাগছে।গৃহবধূ তৌহিদা সুলতানা জানান, পরিবার নিয়ে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সময় হয় না। তাই ঈদ উপলক্ষে স্বামী-সন্তান নিয়ে মেলায় ঘুরতে এসে অনেক ভালো লাগছে।এদিকে মেলায় বিভিন্নস্থান থেকে আগত দোকানিরা হরেক রকম পণ্য নিয়ে সাজিয়েছেন তাদের স্টলগুলো। তারা জানান, গত বছরের তুলনায় এ বছর ঈদমেলায় লোকসমাগম বেশি হওয়ায় বেচাকেনা বেশ ভালোই হচ্ছে।ঈদ উপলক্ষে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে জানান, ভোর থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। শহরবাসী যেন শান্তিতে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর