দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

সাতক্ষীরা-শ্যামনগর সড়কের চন্ডিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২২) নামের এক নসিমন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওয়াজেদ আলী নামে অপর এক ব্যবসায়ী। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুধাংশু জানান, সকালে ব্যবসায়ী ওয়াজেদ আলী নলতা থেকে মুরগি নিয়ে নসিমন যোগে শ্যামনগর আসছিল। পথিমধ্যে চন্ডিপুর পৌঁছালে শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি কোচ তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কায় খাগড়াদানা গ্রামের মোকছেদ আলীর ছেলে হাফিজুর রহমান নিহত হয়। এসময় আরো এক ব্যবসায়ী আহত হয়েছেন।আকরামুল ইসলাম/এআরএ/পিআর