দেশজুড়ে

সুন্দরগঞ্জে দুঃস্থ শিশু ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত শিশু, দু:স্থ ও অসহায় নারীদের মাঝে ঈদ উপলক্ষ্যে শাড়ি, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।সম্প্রতি বেসরকারি সংস্থা হিউম্যান অ্যান্ড ইনফাইরনমেন্টাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন সেন্টার (হিদক) ফাউন্ডেশন এসব সামগ্রী বিতরণ করে। তারাপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার (হিদক) মো. রায়হান মোস্তাক ও  স্থানীয় শিক্ষক মো. আব্দুল জলিল প্রামানিক। অনুষ্ঠানে ৩ নং তারাপুর ইউনিয়ন ও ৯ নং কান্দি ইউনিয়নের মোট ৫০ জন গরিব ও দুঃস্থ ব্যক্তির মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।জেইউ/এমএমজেড/এমএস