ফরিদপুরের বোয়ালমারীর ময়না ইউনিয়নের মুরালিরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সালাম সিকদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। রোববার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুরালিরচর গ্রামের আলীম বিশ্বাসের সমর্থকদের সঙ্গে জাফর বিশ্বাসের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে জাফর বিশ্বাসের সমর্থক কৃষক সালাম সিকদার ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তরুন/এফএ/এমএস