রাজনীতি

অবরোধ তুলতে বাধ্য হবেন খালেদা : সুরঞ্জিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই-একদিনের মধ্যেই অবরোধ তুলে নিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে `নৌকা সমর্থক গোষ্ঠী` আয়োজিত `চলমান রাজনীতি` শীর্ষক আলোচনা সভায় তিনি এ  কথা বলেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য দেশের অর্থনীতি ও উন্নয়নের স্বার্থে খালেদা জিয়াকে সংঘাত-সহিংসতার পথ বাদ দিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসার আহ্বান জানান। সুরঞ্জিত বলেন, খালেদা জিয়ার হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। তার অবরোধও জনগণ প্রত্যাখ্যান করবে। একটি নির্বাচিত সরকারকে দুই-একটি হরতাল কিংবা অবরোধ দিয়ে সরানো যায় না।তিনি বলেন, খালেদা জিয়া সোমবার গাড়িতে বসে নাটক করেছেন। তিনি কর্মসূচি দিলেন, কিন্তু তার দলের কোনো নেতাকর্মীকে তো মাঠে দেখা যায়নি। খালেদা জিয়া দেখেছেন, তার দলের নেতাকর্মীরাই তাকে ত্যাগ করেছেন। কেউ রাস্তায় নামেননি।খালেদা জিয়ার ৭ দফা দাবির মধ্যে দুটি দাবিকে সমর্থন করে সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন আইন সংস্থার বিষয়ে তিনি যা বলেছেন, আমি সে বিষয়ে একমত। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে তার দাবি কোনোভাবেই মানা সম্ভব নয়। কেননা, সেটি গণতন্ত্রের পরিপন্থী। একটি গণতান্ত্রিক সরকার সেটি করতে পারে না; করবেও না।