দেশজুড়ে

শোলাকিয়ায় হামলাকারী সাইফুল পঞ্চগড়ের পুরোহিত হত্যারও আসামি

শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক জঙ্গি সাইফুল পঞ্চগড়ে মন্দিরের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম শোলাকিয়ায় হামলার সময় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে আটক হয়। পরে তাকে র্যা বের হেফাজতে নেয়া হয়। তিনি বর্তমানে র্যা বের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার প্রশান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেবিগঞ্জে মন্দিরের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যার সঙ্গে সাইফুল সরাসরি জড়িত ছিল। ২০১৫ সালের ১৫ জুন তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।তবে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান বলেন, বিষয়টি শুনেছি। তথ্যটি যাচাই-বাছাই করার আগে কিছুই বলা যাচ্ছে না।এদিকে হামলার সময় আটক সাইফুল ও জাহিদুলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে রোববার সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের পর ওই দিন রাতেই তাকে আদালতে নেয়া হয়। আদালত এ দুই আসামিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আহত সাইফুলকে চিকিৎসা শেষে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান দুপুরে জানান, মামলার আসামি জাহিদুল হক ওরফে তানিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, হামলায় জড়িত অন্য জঙ্গিদের ধরতে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।নূর মোহাম্মদ/এফএ/এমএস