দেশজুড়ে

রাজবাড়ীতে ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজবাড়ীর কালুখালী উপজেলায় নব-নির্বাচিত ৭ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক জিনাত অারা।রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. সৈয়দা নওশীন পর্ণিনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভিন নিলুফা।অন্য চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মদাপুরের অাবুল কালাম মৃধা, কালিকাপুরের মো. অাতিউর রহমান নবাব, মৃগীর মো. শহীদুজ্জামান সাগর মোল্লা, শাওরাইলের মো. শহিদুল ইসলাম অালী।বক্তারা দেশে চলমান জঙ্গি হামলার বিষয়ে সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের অাহ্বান জানান।রুবেলুর রহমান/এআরএ/এমএস