দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

সাতক্ষীরায় পুলিশের পৃথক অভিযানে বিশ্বজিৎ সরকার (২২) ও নুরুজ্জামান (২৩) নামে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার মধ্যরাতে সদর উপজেলার বেজেরডাংগা ব্রিজ ও দেবহাটার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ সরকার সদরের মধুমোল্লারডাঙ্গি গ্রামের নারান সরকারের ছেলে ও নুরুজ্জামান দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুল মোল্লার ছেলে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, শহরের ইটাগাছা ফাঁড়ির এসআই এমদাদ হোসেনের নেতৃত্বে সদরের বেজেরডাংগা ব্রিজের পাশে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশের একটি টিম অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি চালালে বিশ্বজিৎ সরকার নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অন্যদিকে, পৃথকভাবে দেবহাটা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম ও উপপরিদর্শক (এসআই) মাসুদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালালে মাদক ব্যাবসায়ীরা পুলিশের উপর হামলা করে ও বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে নুরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আহত দুই মাদক ব্যবসায়ীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আকরামুল ইসলাম/এফএ/পিআর