দেশজুড়ে

মাদারীপুরে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাজৈর এলাকায় খলিল খান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।   মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মোল্লাকান্দি গ্রামের গফুর খানের ছেলে খলিল খান শ্বশুরবাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় খলিলের মৃত্যুর খবর পায় পরিবারের লোকজন। খলিলের চাচাতো ভাই নাসির খান অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন খলিলকে পিটিয়ে হত্যা করেছে।রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুইয়া খলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জাগো নিউজকে বলেন, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে মারা গেছে তা ময়নাতদন্তের পরে জানা যাবে।নাসিরুল হক/এএম/এফএ/এমএস