সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে গ্রেফতারের পর পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আব্দুল আলিমকে শহরের মিলবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বাঁকাল এলাকা থেকে পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করে পুলিশ। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, নাশকতাসহ সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।আকরামুল ইসলাম/এআরএ/এবিএস