সাতক্ষীরার সদর উপজেলার বাঁকাল শেখ পাড়ায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ দুই লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি আইপিএস লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার ভোরে বাঁকাল শেখপাড়া গ্রামের শেখ আব্দুল মোমেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি দাবি করেছেন, ডাকাতরা ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শেখ আব্দুল মোমেনের ছেলে সাইফুল ইসলাম জানান, ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত রাত পৌনে ৩টার দিকে তাদের দোতলা বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে ঘর তল্লাশি করে নগদ দুই লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি আইপিএস লুট করে নিয়ে যায়। আনুমানিক ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।এই ঘটনার পর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুল হক ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ওসি জানান, ডাকাতদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। আকরামুল ইসলাম/এএম/এআরএ/এমএস