দেশজুড়ে

মির্জাপুরে জিহাদি বইসহ মা-ছেলে আটক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেটসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, উপজেলা মহিলা জামায়াতের আমির হুমায়রা বেগম (৩৮) ও তার ছেলে গোড়াই ইউনিয়ন শিবিরের সভাপতি নাজমুস সাকিব (১৮)। হুমায়রার স্বামীর নূরুল ইসলাম জামালপুরের নান্দিনা উপজেলার এক মাদরাসার শিক্ষক।মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা দীর্ঘদিন ধরে সরকার ও দেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে জিহাদি বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট কাগজপত্রসহ তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল ইসলাম পালিয়ে যান।আরিফ উর রহমান টগর/এএম/এআরএ/এবিএস