দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোরে কলারোয়া উপজেলার একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রমজান আলী মোল্লা (৩৩) সাতক্ষীরা সদরের ঘরছালা গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে ও মফিজুল ইসলাম (২৬) কলারোয়ার মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুইটি ককটেল উদ্ধার করেছে। আহত অস্ত্র ব্যবসায়ীদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারে কলারোয়া থানার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদে কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস ও এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই অস্ত্র ব্যবসায়ী আহত হয় ও অন্যান্যরা পালিয়ে যায়। আকরামুল ইসলাম/এফএ/পিআর