জাতীয়

আদালতে যাচ্ছেন না খালেদা

দুই মামলার শুনানিতে হাজিরা দিতে আজ বুধবার আদলতে যাচ্ছেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার শুনানী রয়েছে আজ। খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ থাকার কারণে তিনি আদালতে যাবেন না। তিনি আরও বলেন, `তিনি (খালেদা) কীভাবে আদালতে যাবেন। শনিবার রাত থেকে তিনি নিজের কার্যালয়ে অবরুদ্ধ। তার আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সারাদেশে অবরোধ চলছে। তিনি শুনানিতে অংশ নেবেন না।সানাউল্লাহ বলেন, আমরা যেনও মামলা পরিচালনা না করতে পারি, সেজন্য সরকার আমাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। আমার নামে মামলা হয়েছে। অন্য দুই আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকনের নামেও মামলা হয়েছে। তাই আমরাও আদালতে যাচ্ছি না। অন্য আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন জানাবো।