২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পুরান ঢাকায় ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ক্ষুব্ধ নেতারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।বুধবার সকাল সোয়া ৯টার দিকে পুরান ঢাকার ধোলাইখালে এ ঘটনা ঘটে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।ওমর ফারুক কাওসার জানান, ধোলাইলখাল থেকে মিছিল নিয়ে ধোলাইখাল নতুন রাস্তায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সূত্রাপুর থানা পুলিশ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।