দেশজুড়ে

সাভারে ফেনসিডিলসহ আটক ৪

সাভারের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।আটককৃতরা হলেন তপন চন্দ্র পাল (৪৫), শ্রী সঙ্কর ঘোষ (৩৮), জাবির হোসেন সেন্টু (৩২) ও মো. রনি (১৮) । আটকরা সবাই নামাবাজার এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে পৌর এলাকার নামাবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ‌র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা।র‌্যাব-৪ ক্যাম্পের পরিচালক মেজর আরিফ জানান, আটকেরা দীর্ঘ দিন ধরে নামাবাজার এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।