লাগাতার অবরোধ ও হরতালে যশোর শহরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটিতে ঘুমিয়ে থাকা মুরাদ হোসেন (৩০) নামে বাসের এক সহকারী দগ্ধ হয়েছেন।বুধবার ভোরের দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ও যশোর শিক্ষা বোর্ডের সামনে মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদ হোসেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামের বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ব এজতেমায় যাওয়ার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ময়মনসিংহ জ-১১-০০৪৬ নম্বরের একটি বাস দাঁড় করানো ছিল। রাতে এ বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন হেলপার মুরাদ। রাত সাড়ে তিনটার দিকে হরতাল ও অবরোধ সমর্থকরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।এরপর ভোর পাঁচটার দিকে মার্কাস মসজিদ এলাকায় অপর একটি গাড়িতে আগুন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক (ওসি) জানান, এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।