বিএনপির যুগ্ম মহাসচিব (দফতর) রুহুল কবির রিজভী গভীর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল ছেড়ে চলে গেছেন। বুধবার ভোর রাতে তিনি হাসপাতাল ছেড়ে চলে গেলেও বিল বকেয়া রয়েছে। অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, বুধবার ভোরেই রিজভী কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। তবে তিনি হাসপাতালের বিল পরিশোধ করেন নি। হাসপাতালের বিল কে দেবে এখন পর্যন্ত তা অনিশ্চিত। বুধবার বেলা ১১টা পর্যন্ত বিল বকেয়া রয়েছে। ৬০ হাজার টাকার মতো বিল আসতে পারে বলে জানিয়েছেন মফিজুল। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা রিজভী। এরপর টহলরত পল্টন থানা পুলিশের সিভিল পোশাকের একটি টিম তাদের গাড়িতে করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে রিজভীকে। এক অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের ১০ম তলার ভিআইপি মর্যাদা সম্পন্ন ডিলাক্স কেবিনে অবস্থান করছিলেন তিনি। অ্যাপোলোর বিল ক্যাটালগের তথ্য অনুযায়ী এই ডিলাক্স রুমের প্রতিদিন ভাড়া ৯ হাজার ৫০০ টাকা। গত চার দিনে শুধু রুমের বিল হয়েছে অন্তত ৩৮ হাজার টাকা। আনুসঙ্গিক বিল ও ভ্যাটসহ মোট বিল আসতে পারে ৬০ হাজার টাকার মতো।এর আগে মঙ্গলবার রিজভীর বিল কে পরিশোধ করবে এমন প্রশ্নে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেছিলেন, তিনি শনিবার অসুস্থ হলে ডিবি পুলিশ তাকে হাসপাতালে নিতে সহায়তা করে। তবে বিল তো তাকেই পরিশোধ করতে হবে।রিজভীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি অসুস্থ না হলেও তাকে হাসপাতালের নির্দিষ্ট কক্ষ থেকে বের হতে দিচ্ছিল না গোয়েন্দারা। হাসপাতালে থাকাটা রিজভীর ইচ্ছায় হচ্ছে না। তাই বিল তার পরিবার পরিশোধ করবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।