অর্থনীতি

বিবিইডি মাহফুজুরের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মাহফুজুর রহমানের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে (এসএসসি) তিনি বয়স সংক্রান্ত অনিয়ম করেছেন বলে বলা হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে এর প্রমাণ পেয়েছে।বুধবার বিভিন্ন গণমাধ্যমে ইমেইল করে এ সংক্রান্ত একটি প্রমাণনথি পাঠানো হয়েছে। তবে পাঠানো ইমেইলে কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি। আনিত অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে মো. মাহফুজুর রহমান ব্যস্ত আছেন বলে জাগো নিউজকে জানান।