দেশজুড়ে

ডাসারে চিত্রশিল্পীর মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলার ডাসার থানার বাল্লিগ্রাম ইউনিয়নে আরিফ রহমান আজাদ (২৬) নামে এক চিত্রশিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কর্ণপাড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ রহমান আজাদ কার্ণপাড়া গ্রামের আবু আলম মুন্সির ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজাদের মরদেহ ঝোপের পাশে দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আজাদের স্ত্রী ইয়াসমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।নিহতের বাবা আবু আলম মুন্সি বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। মৃত্যুর আগের দিন দুপুরে তার সঙ্গে শেষ কথা হয়েছে।  ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আজাদের স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নাসিরুল হক/এফএ/এবিএস