দেশজুড়ে

শোলাকিয়ায় হামলা : ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. জহিরুল ইসলাম। শুক্রবার সকালে বোমা হামলার স্থানসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি।অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, হামলার পর পুলিশ সুষ্ঠুভাবে মামলার তদন্ত কাজ করছে। দ্রুত তদন্ত কাজ শেষ করার চেষ্টা চলছে।এসময় তার সঙ্গে ছিলেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সাইম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুসতাইন বিল্লাহ, এএসপি হেড কোয়ার্টার তোফাজ্জাল হোসেন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুর্শেদ জামান প্রমুখ। অন্যদিকে, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে মৌন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ ২১টি প্রগতিশীল সংগঠন। সকালে শহরের রঙমহল সিনেমা হলের সামনের রাস্তায় মুখে কালো কাপড় বেধে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্জ ও ড. আজিজুর রহমান অনুষ্ঠানে অংশ নেন। এসময় অারো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হক খান রতন, জেলা উদীচীর সভাপতি অ্যাড. শেখ এ কে এম নূরুন্নবী বাদল প্রমুখ।নূর মোহাম্মদ/এআরএ//পিআর