অর্থনীতি

তৃতীয় বছরে নভোএয়ার

অভ্যন্তরীণ রুটে যাত্রী সেবায় দ্বিতীয় বছর পেরিয়ে বেসরকারি নভোএয়ার তৃতীয় বছরে পা দিয়েছে। সুনাম ও সফল উড্ডয়ন পরিচালনার মাধ্যমে যাত্রী সেবাদানের দ্বিতীয় বৎসর সম্পন্ন করলো প্রতিষ্ঠানটি। নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি থেকে ২টি ইএমবি-১৪৫ জেট বিমান দিয়ে যাত্রা শুরু করে অভ্যন্তরীণ রুটে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে যাত্রীসেবা দিয়ে আসছে। এরই মধ্যে নভোএয়ারে আরও একটি বিমান যুক্ত হয়ে নিজস্ব মোট ৩টি ইএমবি-১৪৫ এর মাধ্যমে যাত্রীসেবা আরও আধুনিকিকরণ ও উড্ডয়নের পরিধি বৃদ্ধি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে। অভ্যন্তরীণ রুটে আধুনিক, নিরাপদতম, পরিচ্ছন্ন এবং উন্নততর যাত্রীসেবা প্রদানের মাধ্যমে অত্যন্ত সফল এয়ার লাইনস হিসেবে নভোএয়ার বাংলাদেশের ইতিহাসে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রধান ৫টি শহরে সফলভাবে বিগত ২ বছরে ৮ হাজার ৫৪০ এর অধিক ফ্লাইট পরিচালনা করেছে। মোট ৩ লাখ ৪৭ হাজার ৮৮০ জন যাত্রী পরিবহন করে এই সময়ে। নভোএয়ার অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনের জন্য ২০১৪ সালে সেরা অভ্যন্তরীন এয়ার লাইনস হিসেবে নির্বাচিত হয়েছে। নভোএয়ার শতভাগ স্থানীয় কোম্পানী এবং পরিচালনার প্রথম হতে ই-কমার্স এর সংযুক্ত।