দেশজুড়ে

কটিয়াদীর সাবেক এমপি মান্নানের ইন্তেকাল

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এম এ মান্নান শনিবার বেলা পৌনে ২টার দিকে ঢাকার কলাবাগান গ্রিন লাইফ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভুগছিলেন।তিনি দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বর্তমানে উজবেকিস্থানে, ছোট ছেলে সিঙ্গাপুরে এবং মেয়ে লন্ডনে আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক এমপি ডা. এম এ মান্নানের মরদেহ ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সন্তানরা দেশে ফিরলেই তার মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।কিশোরগঞ্জ-২ (কটিয়াদী) নির্বাচনী এলাকা থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। তিনি ছিলেন আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। নূর মোহাম্মদ/এমএএস/এবিএস