ঝালকাঠিতে শ্রীশ্রী শীতলা খোলা ও লোকনাথ বাবার মন্দিরের পুরোহিত অমল ভট্টাচার্য ও তার ছেলে দেবাশিষ ভট্টাচার্যকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার সকালে পূজা করতে এসে অমল ভট্টাচার্য মন্দিরের আঙ্গিনায় চিঠিটি দেখতে পান। এ ঘটনার পর জরুরি সভা করে মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমাদের পরিচয় তোদের জানার দরকার নেই। আমরা পুরোহিত হত্যা সংগঠন। আগে তুই পরে তোর ছেলে। আমরা এখানে আছি। এই লেখা কাউকে দেখাবি না।এর আগে শুক্রবার রাতে ঝালকাঠি জেলা পুরোহিত কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীকে (০১৭১৮৪১৮৩০০) নম্বর থেকে থেকে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্বজিৎ।ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, জেলা পুলিশ সকল মন্দিরের পুরোহিত ও সেবাইতের নিরাপত্তা প্রদানের ব্যাপারে সচেষ্ট রয়েছে।আতিকুর রহমান/এএম/ এমএএস/আরআইপি/এমএফ