দেশজুড়ে

তানোরে ১৪৪ ধারা

রাজশাহীর তানোর উপজেলায় পাশাপাশি স্থানে একই সময় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার থানার মোড় ও ডাকবাংলো মাঠে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।তিনি জানান, থানার মোড় ও ডাকবাংলো মাঠের একশো গজের মধ্যে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ থাকায় ওই এলাকায় সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে ইতোমধ্যে থানার মোড় ও ডাকবাংলোসহ এর আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় তানোর ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে একই সময়ে উপজেলার থানার মোড়ে ক্ষমতাসীন  আওয়ামী লীগও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।