দেশজুড়ে

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বরিশাল-বানারীপাড়া মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।বানারিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বৃহস্পতিবার সকালে নারায়ণপুর এলাকায় বানারীপাড়াগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত ১০ যাত্রীকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।