সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রলি-মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ওমেলা রানী (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে কুমিরা-কেশবপুর বাইপাস সড়কের সেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। নিহত ওমেলা রানী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের ভবো মালোর স্ত্রী। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।পাটকেঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, কুমিরা থেকে সাগরদাড়ি যাওয়ার সময় সেনপুর এলাকায় মনেন্দ্র ও ট্রলির সংঘর্ষে মহেন্দ্রযাত্রী এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। আকরামুল ইসলাম/একে