দেশজুড়ে

কলেজ জাতীয়করণ না হওয়ায় পাবনায় মহাসড়ক অবরোধ

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজ জাতীয়করণ না হওয়ায় মানববন্ধন ও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সম্প্রতি দেশের বিভিন্ন উপজেলা সদরের একটি করে কলেজ জাতীয়করণের ঘোষিত তালিকায় পাবনার সুজানগর উপজেলার দুলাই ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মানববন্ধনের পরে তারা পাবনা-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় রাস্তার উভয় পাশে শতাধিক যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পরে। এ সময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টা দুয়েক পর সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন। একে জামান/একে