খেলাধুলা

১৪ বছরে প্রথম বিশ্বকাপ

প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেতে ১৪ বছর সময় লাগল জিম্বাবুয়ের ব্যাটসম্যান  হ্যামিল্টন মাসাকাদজার। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আর এই দলে সুযোগ পেয়েছেন আগের তিন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া মাসাকাদজা। ২০০১ সালে অভিষেক হওয়ার পর ২০০৩ সালের বিশ্বকাপে তিনি সুযোগ পাননি অনভিজ্ঞতার কারণে। ২০০৭ সালের বিশ্বকাপে ইনজুরির কারণে দলে ছিলেন না। আর সর্বশেষ ২০১১ সালের বিশ্বকাপে নির্বাচকরা তাকে দলে রাখেননি ফর্মহীনতার কারণে। তবে ১৪ বছরের আক্ষেপ এবার তার মিটছে। এছাড়া বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন দেশের হয়ে সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে খেলা স্টুয়ার্ট মাতসিকেনাইরি। তিনি জিম্বাবুয়ের হয়ে ১১২ ওয়ানডেতে ২২০৫ রান করেছেন। এছাড়া ফিরেছেন অলরাউন্ডার চামু চিভাভা। তিনি দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।অন্যদিকে গত বছর অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া প্রসপার উতসেয়াকেও দলে রাখা হয়েছে। তিনি নির্দিষ্ট পন্থায় কয়েক ধরনের বল না করার শর্তে আইসিসি’র পক্ষ থেকে বোলিং করার অনুমতি পেয়েছেন।