চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন ঢাকার মুখ্য মহানগর আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। বৃহস্পতিবার মুখ্য মহানগর বিচারক আনোয়ার সাদাতের আদালতে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার মুখ্য মহানগর বিচারক এসএম আশিকুর রহমানের আদালতে জামিননামা দাখিলের অনুমতি চেয়ে একটি আবেদন করেন রুবেল। গত বছরের ১৩ ডিসেম্বর ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। এ মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।