দেশজুড়ে

ঝিনাইদহে মেস ভাড়া দিতে পুলিশের অনুমতি লাগবে

ঝিনাইদহে কতগুলো মেস আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই জেলা পুলিশের কাছে। তবে এ ব্যাপারে পুলিশ কাজ শুরু করেছে। খুব শিগগিরই একটা সঠিক তথ্য পাওয়া যাবে। কোন ধরনের মানুষ সেখানে থাকে সেটাও জানা যাবে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।তিনি আরো জানান, এবার থেকে কোনো মেস ভাড়া দিতে গেলে অবশ্যই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারা মেসে থাকতে পারবে আর কারা থাকতে পারবে না সেটা পুলিশ যাচাই বাছাই করছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাশেই ইসলামী বিশ্ববিদ্যালয়, যে কারণে ছাত্রশিবিরের আধিপত্য এখানে বেশি। বিষয়টি নিয়ন্ত্রণে ডাটাব্যাজ তৈরি করা হচ্ছে। এসপি আলতাফ দাবি করেন, তার জেলায় জঙ্গিদের কোনো আস্তানা নেই। এমনকি জেলা শহরের সোনালীপাড়ার (খোন্দকার পাড়া) অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কাওছার আলীর বাড়িতে নিহত জঙ্গি নিবরাস ইসলাম ও তার কথিত খালাতো ভাই আবির রহমান ছিল এমন কোনো তথ্যও নেই তাদের কাছে।গণমাধ্যমে প্রচার করা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আলতাফ হোসেন বলেন, উদ্দেশ্যমূলকভাবে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য প্রমাণহীন তথ্য প্রকাশ করা হচ্ছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস