নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, বুধবার রাতে ভোলাব-ছনপাড়া সড়কের চারিতালুক এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতিকালে স্থানীয়রা এক ডাকাতকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।