দেশজুড়ে

আশাশুনিতে ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার আশাশুনিতে ট্রলির ধাক্কায় ইসমাইল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে পাইতুলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী উপজেলার শরাফপুর গ্রামের আহাদ আলীর ছেলে। আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জাগো নিউজকে জানান, পাইতুলি বাজারে একটি ট্রলির ধাক্কায় ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ী আহত হওয়ার পর তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতলে পাঠায় স্থানীয়রা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আকরামুল ইসলাম/এফএ/এবিএস