ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তোরিকুল ইসলাম ভাদু ও ছাত্রলীগ কর্মী রতনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা আওয়ামী লীগ ও চৌদ্দ দলের জঙ্গি বিরোধী মিছিলে অস্ত্র ও বোমা হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।শনিবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজুল ইসলাম তালুকদার জানান, ১৪ জুলাই উপজেলা আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে শহরে বের করা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিলে অস্ত্র ও বোমা বিস্ফোরণ এবং লাঠিসোঠা নিয়ে হামলার অভিযোগে থানায় রেকর্ডকৃত মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।আলাউদ্দনি আহমেদ/এফএ/এবিএস