কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৯৮ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেটসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী আন্তঃনগর ও লোকাল ট্রেন থেকে এই জরিমানা আদায় করা হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার সাহাদাত আলী এই অভিযান পরিচালনা করেন। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত দাস জানান, বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে জরিমানা নিয়মিত চলবে। আসাদুজ্জামান ফারুক/এআরএ/এবিএস/এমএফ