পাবনার সাঁথিয়ায় উপজেলার ছোট পাথাইল হাটে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ারা খাতুন ওরফে আনু (৩০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনু উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় নারিন্দা গ্রামের নুর বক্সের মেয়ে। সাঁথিয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মাটি কাটা শ্রমিক আনোয়ারা ইউনিয়ন পরিষদের অধীনে মাটি কাটার কাজে যাচ্ছিলেন। উপজেলার ভাঙ্গুড়া-বাঘাবাড়ী সড়কের ছোট পাথাইল হাট কবরস্থানের কাছে একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।একে জামান/এএম/পিআর