দেশজুড়ে

জোড়া লাগানো মাথা নিয়ে শিশুর জন্ম

পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে দুই দেহ বিশিষ্ট জোড়া লাগানো মাথার এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পিডিসি হাসপাতালে এই শিশুর জন্মগ্রহণ করেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকালে জেলার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন প্রসবব্যাথা নিয়ে পিডিসি হাসপাতালে ভর্তি হন।রোববার সন্ধ্যায় গাইনি বিশেষজ্ঞ ডা. নার্গিস সুলতানা প্রসূতির অপারেশন করেন। এ সময় দুই দেহ বিশিষ্ট জোরা লাগানো মাথার মেয়ে শিশুর জন্ম হয়।  ডা. নার্গিস সুলতানা বলেন, শিশু বর্তমানে সুস্থ রয়েছে। এ বিষয়ে শিশুর বাবা বলেন, কয়েক দিন আগে শহরের সিটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানকার চিকিৎসক ডা. মিলন জানিয়েছিলেন, প্রসূতির পেটে একটি শিশু আছে এবং শিশুটি সুস্থ রয়েছে। একে জামান/এএম/পিআর