দেশজুড়ে

ঝিনাইদহে দুই খুন : ২ শিবির নেতার দায় স্বীকার

ঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস ও কালীগঞ্জের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডে দুই শিবির নেতা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। রোবব বিকেল থেকে সন্ধার পর পর্যন্ত তারা ঝিনাইদহ আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবিরের আদালতে পৃথকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তারা হলেন, শিবিরের ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণাঞ্চলীয় সাবেক সভাপতি শাহীন আলম ওরফে শাহীন ও পৌরসভার ২ং ওয়ার্ড সেক্রেটারি সবুজ খান। রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপার এক প্রেসব্রিফিংএ এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া থেকে শাহীনকে ও কালীগঞ্জ থেকে সবুজ খানকে আটক করে। গত জুলাই ঝিনাইদহের কাষ্টসাগরা গ্রামের শ্রীশ্রী রাধা মদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাস গোসাই ও গত ১৫ মার্চ কালীগঞ্জের হোমও চিকিৎসক হাফেজ আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে। আটকের পর তাদের দু’জনকে বিকেলে ঝিনাইদহ আদালতে হাজির করলে বিচারকের সামনে হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পুলিশ সুপার আরো বলেন, তারা শিবিরের কেন্দ্রীয় নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।আহমেদ নাসিম আনসারী/এমএএস/পিআর