পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে দুর্বৃত্তদের হামলায় ফুল মিয়া খান (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এমাদুল হক খান (৪৫), মো. শাহজাহান খান (৫০) ও আব্দুল জলিল মুন্সী (৪২)। নিহত ফুল মিয়া খান ইকড়ি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রোববার রাতে ফুল মিয়া খান, এমাদুল হক খান, শাহজাহান খান ও আব্দুল জলিল মুন্সী বাড়ির অদূরে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইকড়ি বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা ৬/৭ জনের একটি দুর্বৃত্ত দল তাদের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে যায়। ফুল মিয়া খান, এমাদুল খান ও জলিল মুন্সীর অবস্থার অবনতি হলে রাত এগারটার দিকে সেখান থেকে তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলমিয়া খানের মৃত্যু হয়।হতাহতরা সবাই ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই হাওলাদারের দলীয় কর্মী বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইকড়ি বোর্ড স্কুল ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ভোট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও সহিংসতার অভিযোগে ভোট নেয়া স্থগিত করা হয়। এখন যে কোনো দিন নির্বাচন কমিশন ভোট নিতে পারেন এ সম্ভাবনা দেখা দেয়ায় জেপি প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর পরিকল্পিত এ হামলা বলে আব্দুল হাই হাওলাদার জানিয়েছেন । হাসান মামুন/এফএ/এমএস