যে কোনো মূল্যে সড়ক, নৌ ও রেলপথ অবরোধমুক্ত রাখা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আজ (বৃহস্পতিবার) রাত থেকেই পুলিশি পাহারায় সবধরনের গণপরিবহণ চলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, যে কোনো মূল্যে সড়ক, নৌ ও রেলপথ অবরোধমুক্ত রাখা হবে। দেশের ৬৪ জেলায় অবরোধের মধ্যে গণপরিবহন চলাচল অব্যাহত থাকবে। প্রতিটি জেলার পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট জেলায় যানবাহন চলাচলে নিরাপত্তা দেবে। পরিবহণ মালিকরা কথা দিয়েছেন এখন থেকে সবধরনের যানবাহন চালাবেন তারা বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অব্যহত রয়েছে। এ অবরোধের ফলে বিশ্ব ইজতেমাসহ অন্যান্য যাত্রীরা চরম ভোগান্তিতে পরায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।