দেশজুড়ে

টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার মাহবুব আলম

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম (পিপিএম)। তিনি ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। গত ১৭ জুলাই তিনি পুলিশ সুপার পদে যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে সোমবার সকালে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে টাঙ্গাইল পুলিশ সুপারের সভাকক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত পুলিশ সুপার মো. মাহবুব আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, শাহীন সৈকত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।আরিফ উর রহমান টগর/এসএস/এমএস/এমএফ