রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বার পাড়ার একটি কলা বাগানে বোমাসদৃশ বস্তু দেখে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।সোমবার দুপুরে আতঙ্ক সৃষ্টিকারী বস্তুটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, দুপুরে দুই শিশু কলা বাগানে খেলতে গিয়ে বোমাসদৃশ বস্তুটি দেখতে পায়। বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি দেখেন। এটিকে শক্তিশালী বোমা ভেবে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। গোয়ালন্দঘাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি উদ্ধার করা হয়েছে। কিন্তু এটি বোমাসদৃশ দেখা গেলেও আসলে বোমা নয়। ব্যাটারি দিয়ে হয়তো কেউ বেলুন উড়িয়েছিল। বেলুন ছিড়ে এগুলো বাগানে পড়ে যায়। শিশুরা খেলতে গিয়ে এটি দেখে সবার মাঝে আতঙ্ক ছড়ায়। আসলে এটি বোমা নয়। রুবেলুর রহমান/এএম/পিআর