একটাসময় দুই পায়ে নূপুর পরার চল থাকলেও এখনকার ট্রেন্ডি ফ্যাশনে চলে এসেছে এক পায়ে নূপুর পরার স্টাইল। যেটা পায়েল নামেই পরিচিত। পরিষ্কার পায়ে রিণিক ঝিনিক ছন্দ তোলা একখানি পায়েলই হতে পারে আপনার ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ।কখন কেমন পায়েলবর্তমানে তরুণীদের কাছে বিভিন্ন মেটালের এবং স্টোনের পায়েলের কদর অনেক বেশি। পায়েলের ডিজাইনেও রয়েছে বেশ ভিন্নতা। কোনো উৎসবে বা পার্টিতে পরার জন্য বিভিন্ন রঙের পাথরের মিশেলে তৈরি গর্জিয়াস পায়েল আপনি বেছে নিতে পারেন। তবে দৈনন্দিন সাজে একটু হালকা ডিজাইনের পায়েল পরাটাই ভালো। পোশাকের সঙ্গে মিলিয়েশাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, কুর্তা, স্কার্ট সব পোশাকের সঙ্গেই পায়েল পরতে পারেন। পশ্চিমা পোশাক লেগিংস এবং জিন্সের সঙ্গেও পায়েল চমৎকার মানিয়ে যায়। পায়েলের রঙেও রয়েছে বেশ বৈচিত্র্য। সিলভার, গোল্ড এবং বিভিন্ন রঙের স্টোনের পায়েল রয়েছে। পোশাকের সঙ্গে মিলিয়ে আপনি খুব সহজেই বেছে নিতে পারেন আপনার পছন্দসই পায়েলটি। তবে পোশাকের বিপরীত রঙও ব্যবহার করতে পারেন। পায়ের ধরণ বুঝেপায়েল নির্বাচনের ক্ষেত্রে পায়ের গড়ন বিবেচনা করা উচিত। যাদের পায়ের গোড়ালি মোটা তারা একটু হালকা চেইন ডিজাইনের সঙ্গে কয়েকটি স্টোনের ঝুল লাগানো পায়েল পরতে পারেন। আর যাদের পায়ের গড়ন চিকন তারা একটু কারুকার্যময় পায়েল পরতে পারেন। কোথায় পাবেন কেমন দামআপনার পছন্দের পায়েল কিনতে পারবেন যে কোনো কসমেটিকসের শপ থেকেই। এ ক্ষেত্রে দাম পড়বে ৯০ থেকে ২৯০ টাকা পর্যন্ত। চাইলে নিজের পছন্দসই ডিজাইনে রুপার পায়েল বানিয়ে নিতে পারেন, এ ক্ষেত্রে দাম নির্ভর করবে রুপার ভরির ওপর।