রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- ছোটভাকলা ইউনিয়নের মো. কাজী নুরুল ইসলামের ছেলে ওমর কাজী ও একই ইউনিয়নের ছাদিব শেখের ছেলে জয়নাল শেখ।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।রুবেলুর রহমান/এসএস/পিআর