খেলাধুলা

সিডনি টেস্টে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সিডনি টেস্ট জয়ের জন্য কতটুকু মরিয়া অস্ট্রেলিয়া তা তাদের দ্বিতীয় ইনিংসে রান তোলার হার দেখেই বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসে লিড ৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারালেও রান সংগ্রহ হয়েছে ২৫১। তাতেই ভারতের সামনে স্বাগতিকদের লিড দাঁড়িয়ে গেছে ৩৪৮ রানের।৪০ ওভার ব্যাট করে দ্বিতীয় ইনিংসে অসিদের রান তোলার হার ওভারপ্রতি ৬.২৭ করে। এতটা দ্রুত রান তোলার হার ওয়ানডেতেও খুব বিরল।