জাতীয়

শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীর শাহজাদপুরে ঝটিকা মিছিল থেকে বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অবরোধ সমর্থনকারীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।শুক্রবার দুপুরে এঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান থানা পুলিশের ওসি তদন্ত ফিরোজ কবির। তিনি বলেন, দুপুরে ১০/১৫ জনের একটি দল অবরোধ সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। এখবরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা। এসময় দুইজনকে আটক করে পুলিশ।