দেশজুড়ে

রিমান্ড শেষে জেল হাজতে জঙ্গি জাহিদুল

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার জাহিদুল হক ওরফে তামিমকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ১০ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়। কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন। এর আগে বিকেলে ৫টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে জাহিদুল হক তানিমকে কিশোরগঞ্জ মডেল থানা থেকে আদালতে পাঠায় পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মুর্শেদ জামান রিমান্ড শেষ হওয়ায় আদালতের কাছে আসামিকে জেল হাজতে পাঠানোর অনুরোধ জানান। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, জাহিদকে ১০ দিনের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে তাকে আবারো রিমান্ডে নেয়া হতে পারে।গত ১০ জুলাই জাহিদুল হক তানিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। এ মামলার প্রধান আসামি শরিফুল ইসলাম বর্তমানে র্যাবের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিরা চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামে দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। পরে তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ  ঝর্ণা ভৌমিক। একই সময় পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম নামে এক জঙ্গিকে। এ সময় পাশ্ববর্তি একটি বাড়ি থেকে আটক করা হয় জাহিদুল হক ওরফে তানিমকে।এ ঘটনায় গত ১০ জুলাই পাকুন্দিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সামসুদ্দীন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। শরিফুল ইসলাম ও তানিমের নাম  উল্লেখসহ জঙ্গিদের সহযোগি আরও আজ্ঞাতনামা কয়েক জনকে এ মামলায় আসামি করা হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগার অদূরে চরশোলাকিয়া এলাকার পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু অস্ত্র।এ ঘটনায় গত ১০ জুলাই গ্রেফতার দুই আসামিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।নূর মোহাম্মদ/এআরএ/এবিএস