দেশজুড়ে

চাঙ্খার খালে চলছে ব্রিজ নির্মাণ : বিকল্প সড়ক পানির নিচে

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের চাঙ্খার খালে ব্রিজ নির্মাণস্থলে বিকল্প রাস্তাটি পানিতে ডুবে থাকায় ওই পথে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ওই রাস্তা দিয়ে দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আর এ কারণে সেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।এলজিইডি সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের চাঙ্খার খালের ওপর এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের শুরুতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে আরসিসি ব্রিজ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রিজটি বাস্তবায়ন করার কথা। ২৬ মিটার দৈর্ঘ্য ওই ব্রিজ নির্মাণের কাজ পায় মেসার্স আক্তারুজ্জামান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১৭ ফেব্রুয়ারি কার্যাদেশ দেয়া হয় এবং এক বছরের মধ্যে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনাও দেয়া হয়। অথচ ওই সব উপজেলার সঙ্গে যোগাযোগ সুগম রাখতে ব্রিজ ভাঙার পর বিকল্প সড়ক তৈরিতে ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বিকল্প সড়কটিতে পর্যাপ্ত মাটি দিয়ে ভরাট না করায় বর্তমানে পানিতে ডুবে রয়েছে।এ ব্যাপারে ঠিকাদার মো. আক্তারুজ্জামান বলেন, যত দ্রুত সম্ভব পথচারীদের দুর্ভোগ নিরসনের জন্য ব্যবস্থা নেয়া হবে। সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ হানিফ বলেন, ওখানে বিকল্প সড়কটি যোগাযোগের অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে তা সংস্কার করে পথচারীসহ যানবাহন চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হবে।এমএএস/এবিএস