পাবনার বেড়া উপজেলার নান্দিয়ারায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আমিনপুর শাখার দুই কর্মকর্তাকে গুলি করে ৯ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তির টাকা বিতরণ করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পাবনা আঞ্চলিক শাখার ডিজিএম মাহমুদুজ্জামান জানান, আমিনপুর শাখার দুই কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম ও শহিদুর রহমানের উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তির টাকা বিতরণ করার দায়িত্ব ছিল। তিনি জানান, অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে টাকা উত্তোলন করেন তারা। পরে সিএনজিচালিত অটোরিকশাযোগে একটি বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে নান্দিয়ারা নামক স্থানে দুটি মোটরসাইকেলে ৫/৬ অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে গুলি করে ৯ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ওই দুই কর্মকর্তাসহ তিনজন আহত হন। আমিনপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।একে জামান/এএম/আরআইপি