ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ্ ফোনে বিএনপির উল্লসিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করছে। ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত থাকলেও সকল প্রকার যান চলাচল অব্যাহত রাখতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি এখন বিদেশি কূটনীতি নির্ভর একটি রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়েছে। এ সময় জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং অবরোধ প্রতিহত করতে জনগণের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে কালনা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আবুল কাশেম ভূঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ও গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।